বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ।। লালমোহন বিডিনিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাইতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাজ্জেম হক ও সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী রাজাকারদের তালিকায় স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের নাম থাকায় সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।