বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।। লালমোহন বিডিনিউজ
শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চলমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস।