বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সভাপতি ছাড়া অন্য সকল পদেই পরিবর্তন আসতে পারে-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
সভাপতি ছাড়া অন্য সকল পদেই পরিবর্তন আসতে পারে-ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সভাপতির পদ ছাড়া যে কোন পদেই পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার কোনো বিকল্পই পার্টিতে নেই। আমরা অন্যান্যরা যারা আছি, তাদের সবার সমন্ধে তিনি জানেন। কাউন্সিলাররাও চায়, সভানেত্রী যে সিদ্ধান্ত দিবেন সেটিই সবাই মেনে নিবেন।”
কাউন্সিলের প্রস্তুতি নিয়ে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনতিক কার্যালয়ে এ কথা বলেন কাদের।
এসময় সাথে ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডাক্তার দিপু মনি, মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সহ কেন্দ্রিয় নেতারা।
আগামী ২০ ও ২১শে ডিসেম্বর কাউন্সিলকে ঘিরে সকাল ১১টা থেকে শুরু হয়েছে কাউন্সিলর ও ডেলিগেটসদের কার্ড বিতরণ। কার্ড সংগ্রহের জন্য নেতা কর্মীরা ধানমণ্ডিতে ভিড় জমাচ্ছেন।