বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | সিলেট » রেলের আধুনিকায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
রেলের আধুনিকায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিলেট প্রতিনিধি : রেলের আধুনিকায়ন, বগির সংখ্যা বৃদ্ধি, টিকিট কালোবাজারি বন্ধ, ডাবল লাইন চালু, দুর্নীতি বন্ধসহ নানা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
এসময় বক্তারা বলেন, সহজলভ্য ও সুলভ মূল্যের পরিবহন হিসেবে রেল বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। কিন্তু এদেশে রেল খাতে প্রচুর দুর্নীতির কারণে কোনও উন্নতি হচ্ছে না। এতে সেবার মান কমে যাওয়ার পাশাপাশি ঘটছে বড় দুর্ঘটনা। এতে লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।
এছাড়া সিলেট-চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু ও সকল রুটে বগির সংখ্যা বৃদ্ধিরও দাবি জানান তারা।