বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে মিয়ানমার ও আসিয়ানের প্রতিনিধি দল।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে মিয়ানমার ও আসিয়ানের প্রতিনিধি দল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : তৃতীয়বারের মতো কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে রয়েছেন আসিয়ানের আরও সাত সদস্য।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুতুপালংয়ের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিভাগের মহাপরিচালক সিন আয়ের নেতৃত্বে বৈঠকে যোগ দেন রোহিঙ্গাদের ৪৭ সদস্যের একটি প্রতিনিধি দলও। বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত।
আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম বিষয়ে আলোচনা ও মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার অনুরোধ করতেই দ্বিপক্ষীয় বৈঠকের মূল কারণ বলে জানা গেছে। বৃহস্পতিবার রোহিঙ্গাদের সাথে আরেক দফা বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলের।