মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে।। লালমোহন বিডিনিউজ
দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে দারিদ্রতার হার কমে সাড়ে ২০ শতাংশে নেমেছে। দেশে এখন সাড়ে ২০ শতাংশ মানুষ দরিদ্র। আর অতিদরিদ্রের হার সাড়ে ১০ শতাংশ। গত বছর দারিদ্রতার হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রীকে এ তথ্য জানানো হয়।
একনেকের বৈঠকে বাংলাদেশে আশ্রিত ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর প্রকল্প উপস্থাপন করা হয়।
এছাড়া, জাতীয় সংসদ সদস্য ভবন ও হোস্টেলের অনুষাঙ্গিক নির্মাণ কাজের প্রকল্পসহ ৮টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এটি ২০১৯-২০ অর্থবছরের ১৩তম একনেক বৈঠক।