সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ভোলার চরফ্যাশনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ ও আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচী শুরু করেছে।
সকাল ১০টায় বিভিন্ন পেশাজীবি সংগঠনের ব্যানারে জ্যাকব টাওয়ার থেকে শহরের সড়কগুলোতে শোভাযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করে। স্টেডিয়ামে বিভিন্ন স্কুল সমুহের মনোমুগ্ধকর শাররিক কসরতের ডিসপ্লেসহ মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহম্মেদ শুভ্র সহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর সমুহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।