মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার অভ্যন্তরীন রুট সহ ঢাকাগামী নৌযান বন্ধ
মনপুরার অভ্যন্তরীন রুট সহ ঢাকাগামী নৌযান বন্ধ
সীমান্ত হেলাল,মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ভোলার মনপুরায় দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে অভ্যন্তরীন রুটসহ ঢাকাগামী নৌযান বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। এমনকি নিরাপদ নৌযান যাত্রীবাহি সিট্রাক ও ঢাকাগামী এফ.বি পানামা এবং টিপু-৫ বন্ধ রয়েছে দুই দিন। এতে ভোলা জেলা ও ঢাকার সাথে মনপুরার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মনপুরা থেকে অভ্যন্তরীন রুটে চরফ্যাসন, লালমোহন, তজুমুদ্দিন, হাতিয়া, কলাতলীরচর সকল রুটের নৌযান বন্ধ রয়েছে।
এব্যাপারে বিআইডব্লিউটিএর ভোলা অঞ্চলের পরিদর্শক মোঃ নাছিম মুঠোফোনে জানান, ২ নম্বর সিগন্যাল থাকলে ৬৫ ফুটের নিচে সকল নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
মনপুরা থানার ওসি হানিফ সিকদার জানান, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে নৌযান ও যাত্রীদের নিরাপত্তা কথা বিবেচনা করে মনপুরার অভ্যন্তরী রুটের নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া ভাল হলে ফের চলাচলের অনুমতি দেওয়া হবে।