সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পেশকারহাটে অগ্নিকান্ড, দোকানঘর পুড়ে ছাই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পেশকারহাটে অগ্নিকান্ড, দোকানঘর পুড়ে ছাই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের মাঝের গলি পূর্ব পার্শ্বের সোহাগ স্টোর নামের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রাত অনুমান দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত জানা না গেলেও দোকান মালিক সোহাগ জানায়, ওইদিন রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। রাত ২টার দিকে আমার দোকানে আগুন লাগার সংবাদ পাই। আগুনে মুহুর্তের মধ্যে সবকিছু মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮/৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান সোহাগ।
এদিকে আগুন লাগার সংবাদে ঘটনাস্থলে ছুটে যান লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সমাজসেবী মো: ওজিউল্যাহ মিয়া।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রত্যাশী ফারহাদ হোসেন নাঈম।