সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। বিজয় দিবসে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৬টার পর প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন করে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে বন্ধু রাষ্ট্রের একটি সংগঠন। যারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিলো। এরপর স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন।