রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গাজীপুরে ফ্যান কারখানায় আগুন: নিহত-১০।। লালমোহন বিডিনিউজ
গাজীপুরে ফ্যান কারখানায় আগুন: নিহত-১০।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গাজীপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় আগুন লেগে দশজন নিহত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানান, ন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বোঝার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে এ সময় বের হতে পারলেও কেউ কেউ ভিতরে আটকা পড়েন।