রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিনোদন | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » রাজাকারের তালিকা প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
রাজাকারের তালিকা প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ১০ হাজার সাত’শ উননব্বই রাজাকারের নাম। রাজাকারের তালিকা প্রকাশকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঞ্চের নেতারা রাজাকারের তালিকা প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানান। ক্রমান্বয়ে সারাদেশের রাজাকারদের তালিকা প্রকাশের দাবি জানান তারা।
তালিকা প্রকাশের পর সেই অনুযায়ী রাজাকারদের বিচার প্রক্রিয়া শেষ করার আহ্বানও জানান তারা। এ সময় রাজাকার ও তাদের সন্তানদের চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের স্থাবর- অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকুলে রাজয়াপ্ত করারও দাবি জানানো হয়।
এদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননার অভিযোগে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিল করারও দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।