বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাতে চাইছে-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাতে চাইছে-ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাতে চাইছে তবে, গণতন্ত্র না থাকলে শুধু উন্নয়নের বুলি দিয়ে কাজ হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে দলটির আয়োজনে গোলটেবিল আলোচনায় এমন কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে এক হয়ে সংগ্রাম করতে হবে। মানবাধিকার পরিস্থিতি এতো ভয়াবহ এর আগে কখনও হয়নি জানিয়ে তিনি দাবি করেন, ১৫২৬ জনকে হত্যা এবং ৭৮১ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে।
খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। সরকার খালেদা জিয়ার জামিন বাধাগ্রস্ত করছে বলেও উল্লেখ করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তৈরি করা আসল মেডিক্যাল রিপোর্ট সরিয়ে, অন্য রিপোর্ট দেয়ার প্রচেষ্টা চলছে বলেও দাবি করেন মহাসচিব।
বেশ কয়েকটি দেশের প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্টজনেরা এই আলোচনায় অংশ নেন।