মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে দিচ্ছে না’-মির্জা ফখরুল।। লালমোহন বিডিনিউজ
‘বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে দিচ্ছে না’-মির্জা ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে দিচ্ছে না সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, প্রশাসনের বাধায় শোভাযাত্রা বের করতে পারেনি বিএনপি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই সবরকম মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। শুধু রাজনৈতিক ভিন্নমতের কারণে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার প্রাপ্য জামিন দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও সরকার সোচ্চার হচ্ছে না বলে অভিযোগ তার।