মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকার সব সময়ই সোচ্চার-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকার সব সময়ই সোচ্চার-প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকার সব সময়ই সোচ্চার ভূমিকা পালন করছে; বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হোটেল সোনারগাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সকল শ্রেণীপেশার মানুষের মানবাধিকার সুরক্ষার মাধ্যমে অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সমাজ থেকে সকল জঞ্জাল দূর করা হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।