সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।। লালমোহন বিডিনিউজ
রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : একাদশ জাতীয় সংসদে ২০২০ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশের সার্বিক পরিস্থিতি, মেট্রোরেলের কাজের অগ্রগতি, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, প্রশাসনের উন্নয়ন কৌশল ও অগ্রযাত্রার নানা দিক নির্দেশনা থাকবে রাষ্ট্রপতির ভাষণে।
এছাড়া, ভারত সরকার ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আমন্ত্রণে গত ২২শে নভেম্বর ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহনের বিষয়টি মন্ত্রিসভাকে জানানো হয়েছে।