সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজারের অনুমোদনহীন স্থাপনা কেন ধ্বংস করা হবে না-হাইকোর্ট।। লালমোহন বিডিনিউজ
কক্সবাজারের অনুমোদনহীন স্থাপনা কেন ধ্বংস করা হবে না-হাইকোর্ট।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পরিবেশগত ছাড়পত্র, স্যুয়ারেজ প্ল্যান্ট ছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ধ্বংস ও অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (০৯ ডিসেম্বর) এক রিটের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
পাশাপাশি, কক্সবাজার সমুদ্র সৈকতের ১২০ কিলোমিটারের মধ্যে অবৈধ দখল, নির্মাণ, বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক দূষণ, পৌরবর্জ্য ও ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এছাড়া, কক্সবাজারের সংরক্ষিত এলাকায় সার্কিট হাউজ ভবন নির্মাণের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা নিয়েও রুল জারি করা হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব, পরিবেশ মস্ত্রণালয়ের সচিব, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ ২২ বিবাদীকে তিন মাসের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।