সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অজয় রায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক।। লালমোহন বিডিনিউজ
অজয় রায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বরেন্য অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে (০৯ ডিসেম্বর) বার্ধক্যজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন পদার্থ বিজ্ঞানের বরেন্য অধ্যাপক অজয় রায়। ৮৫ বছর বয়সী এই অধ্যাপককে বেশ কিছুদিন ধরেই বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে -আইসিইউ লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।
চার বছর আগে জঙ্গিদের হাতে প্রাণ হারানো লেখক ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায় গত ২৮শে অক্টোবর আদালতে গিয়ে ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৫শে নভেম্বর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়লে তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়।
একুশে পদকপ্রাপ্ত পদার্থবিদ অজয় রায়ের দুটি গবেষণা নোবেল কমিটিতে আলোচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে অবসরে গিয়ে বিশ্ববিদ্যালয়টির ইউজিসি অধ্যাপকও ছিলেন অজয় রায়। মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিলো ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও। ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হন অজয় রায়ের বড় ছেলে অভিজিৎ রায়।