সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » সমালোচনামুক্ত ডাকসু নির্বাচন চাইলেন রাষ্ট্রপতি।। লালমোহন বিডিনিউজ
সমালোচনামুক্ত ডাকসু নির্বাচন চাইলেন রাষ্ট্রপতি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সমালোচনামুক্ত ডাকসু নির্বাচন চাইলেন রাষ্ট্রপতি। ভবিষ্যতে ডাকসু নির্বাচনে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও খেয়াল রাখতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে ৫২ তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১৯২১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসাথে, জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখার আহ্বান জানান তিনি।
দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অমানবিক ঘটনার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না উল্লেখ করে ভবিষ্যতে সঠিক পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।
এসময় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্রসমাজের প্রতি রাষ্ট্রপতির আহ্বান তিনি। একইসঙ্গে সাধারণ ছাত্রদের কল্যানে কাজ করতে ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের শিক্ষাকার্যক্রমে আরও মনযোগী হতেও পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।
উৎসবমুখর এই সমাবর্তনে অংশগ্রহণ করেন প্রায় ২১ হাজার গ্রাজুয়েট। অনুষ্ঠানে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ ও ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।