রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা।। লালমোহন বিডিনিউজ
গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সেলিম মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) ভোরে পূর্ব চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সেলিমকে এরশাদ নগর পূর্ব চানকির টেক এলাকায় রাস্তার পাশে রোববার ভোর রাতে পিটিয়ে হত্যার পর ফেলে যায় দুর্বৃত্তরা। তবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি পুলিশের।
নিহত সেলিম এরশাদ নগর ৪নং ব্লকে পরিবারের সঙ্গে বসবাস করতেন। এ ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি। নিহত সেলিম মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার ভেজনাল গ্রামের আবদুল কাশেমের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।