শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করেছে সরকার।। লালমোহন বিডিনিউজ
ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করেছে সরকার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করেছে সরকার। ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ অনুযায়ী এই এজেন্সি গঠন করা হয়েছে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক আদেশে বলা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সমন্বয় করবেন একজন মহাপরিচালক এবং দুইজন পরিচালক। এজেন্সি গঠনের প্রজ্ঞাপন গেজেট আকারে জারির তারিখ ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ডিজিটাল নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনবল বৃদ্ধি, মানদণ্ড নির্ধারণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক নীতি বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল হুমকি প্রতিরোধ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা সেবাকে উৎপাদনশীল খাত হিসেবে বিকশিত হতে সহায়তা দেবে।