শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ডের বিধান দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ডের বিধান দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানিয়েছে প্রজন্ম সমাজকল্যাণ সংস্থা নামক একটি সংগঠন।
শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, খাদ্যে ভেজাল অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। খাদ্যে ভেজাল আমাদের জাতীয় জীবনে এক মহা দুর্যোগের নাম। সুস্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাবার অতি জরুরি। কিন্তু আমরা খাদ্যের নামে কী গ্রহণ করছি? তাই খাদ্যে ভেজালের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই।
বক্তারা আরও বলেন, পুরো জাতিকে খাদ্যে ভেজালের মরণ থাবা থেকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার মধ্যে জনসচেতা সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, খাদ্যে ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করুন।
মানববন্ধনে সংগঠনের দফতর সম্পাদক মোসলেম উদ্দিনসহ প্রজন্ম সমাজকল্যাণ সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।