শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে লিমা আক্তার (১৩) ও জান্নাতি আক্তার (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লিমা ও জান্নাতি ওই এলাকার আলী হোসেন তালুকদারের মেয়ে। স্থানীয় দক্ষিণ গাজীপুর দাখিল মাদরাসা থেকে এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিয়েছিল লিমা আক্তার। আর জান্নাতি আক্তার দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে লিমা ও জান্নাতি বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।