শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে আ.লীগের ত্রি-বাষিক সম্মেলন জ্যাকব সভাপতি, নুরুল ইসলাম সম্পাদক।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে আ.লীগের ত্রি-বাষিক সম্মেলন জ্যাকব সভাপতি, নুরুল ইসলাম সম্পাদক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে চরফ্যাসন অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভোলা জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরফ্যাশন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতির বক্তব্যে জ্যাকব বলেন, চরফ্যাশন উপজেলা আ’লীগ একটি সু-সংগঠিত সংগঠন। চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের পাশাপাশি আ’লীগ ও সহযোগী সংগঠনগুলোকে মজবুত ভিত্তিতে গড়ে তোলা হয়েছে।
এ সময় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু , চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের প্রস্তাব ও সমর্থনে স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি এবং নুরুল ইসলাম ভিপিকে সাধারণ সম্পাদক এবং জয়নাল আবেদীন আখনকে সহ-সভাপতি ঘোষণা করে জেলা কমিটি।
এর আগে চরফ্যাশন উপজেলা আ’লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।