বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- তজুমদ্দিনে সম্মেলনে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- তজুমদ্দিনে সম্মেলনে সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তাঁর স্বপ্ন ছিল পাকিস্তানীদের গোলামীর পিঞ্জির ভেঙ্গে বাঙালী জাতিকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রুপান্তরিত করা। তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব অফার করা হয়েছিল কিন্তু তিনি বাঙালী জাতির মুক্তির জন্য প্রধানমন্ত্রী নয়, পাকিস্তানের কারাগারকে আপন করেছিলেন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির জনককে হত্যার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়া স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছেন। ক্ষমতায় বসে রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন খালেদা জিয়া। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে দেশের জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তারাই বিএনপি’র শাসনামলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিতে ভয় পেতেন। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা চাকরিতে অযোগ্য হতেন।
সাংসদ শাওন বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। চাকরির ক্ষেত্রে তাদের সন্তানদের অগ্রাধিকার দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করে সাংসদ নুরুন্নবী চৌধূরী শাওন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিএনপি জামাত শাসনামলে উন্নয়ন বঞ্চিত লালমোহন-তজুমদ্দিনেও ব্যপক উন্নয়ন হয়েছে। এগুলো শেখ হাসিনার অবদান।
বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর সুযোগ্য কন্যার দিক নির্দেশনা মেনে নবনির্বাচিত কমিটির সকলকে কাজ করার আহবানও জানান শাওন।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সম্মেলনে মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
পরে তজুমদ্দিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ২২২ কাউন্সিলর ও ডেলিগেটগণের সমর্থন ও সম্মতিক্রমে দ্বিতীয়বারের ফখরুল আলম জাহাঙ্গীরকে সভাপতি ও ফজলুল হক দেওয়ানকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কাশেম প্রমুখ।