মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল তজুমদ্দিনে আওয়ামীলীগের সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
আগামীকাল তজুমদ্দিনে আওয়ামীলীগের সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : আগামীকাল বুধবার (০৪ ডিসেম্বর) ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। তজুমদ্দিন হোসনেয়ারা মহিলা কলেজ মাঠে এদিন সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান।
জানা যায়, ২০১৪ সালে সর্বশেষ এ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ফখরুল আলম জাহাঙ্গীর কে সভাপতি ও ফজলুল হক দেওয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলরগণ।
স্থানীয় নেতারা জানান, তজুমদ্দিন আওয়ামীলীগ কে আরো সু-সংগঠিত করতে এবারের কাউন্সিলে নতুন নেতৃত্ব আসতে পারে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান জানান, ইতোমধ্যে আমাদের উপজেলার ৫টি ইউনিয়নসহ সাংগঠনিক সকল ওয়ার্ডের কমিটি পূন:গঠন করা হয়েছে। আজকের তৃণমূলের সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলরগণ আগামী তিন বছরের জন্য তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের কমিটিতে তাদের নতুন নেতা মনোনিত করবেন।
এদিকে সম্মেলনকে ঘিরে তজুমদ্দিন উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে।