রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত নুরাবাদে মোস্তাফিজ, আহাম্মদপুরে ফখরুল।। লালমোহন বিডিনিউজ
ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত নুরাবাদে মোস্তাফিজ, আহাম্মদপুরে ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন সাবেক চেয়ারম্যান মরহুম আঃ আলী মাষ্টারের কনিষ্ঠ ও বর্তমান নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। আহাম্মদ পুর ইউনিয়নের আ’লীগের সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙ্গে আহম্মদপুর ইউনিয়ন করার ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারনে হাইকোর্ট সীমানা পুনঃনির্ধারনের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে দুই ইউনিয়নের দুই ভোটার নির্বাচন চেয়ে আপিলের শুনানিতে আদালত অবিলন্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ করেন।
আগামী ৩ ডিসেন্বর মনোনয়ন দাখিল, ৫ ডিসেন্বর মনোনয়ন বাছাই, ১২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৩ ডিসেন্বর প্রতিক বরাদ্দ, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে বলে জানা গেছে।