রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন।। লালমোহন বিডিনিউজ
১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আগামী ১৩ই জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। একইসঙ্গে বগুড়ার দুপচাচিয়া পৌরসভার সাধারণ নির্বাচন ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিলও চূড়ান্ত হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে- এসব নির্বাচনে ভোট হবে ২০২০ সালে ১৩ই জানুয়ারি।আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ১২ই ডিসেম্বর।যাচাইবাছাই চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২২ ডিসেম্বর। ভোট হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসব নির্বাচনে ভোট হবে ইভিএমের মাধ্যমে।
এর আগে চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর কারণে গেল ৭ই নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪।