রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বিজয়ের মাসের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা।। লালমোহন বিডিনিউজ
বিজয়ের মাসের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিজয়ের মাসের প্রথম দিনে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।
অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে শেষ হয় শোভাযাত্রা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে স্বাধীনতা চত্বরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, মুক্তির গান ও দেশাত্মবোধক গান।
পরে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ‘পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ। তিনি আরও বলেন, বিজয়ের মাসে বা এই বাংলাদেশে পরাজিত শক্তির আর কোন উত্থান ঘটবে না। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এগিয়ে নিয়ে যাব।’