রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দণ্ডিত আসামী মাথায় আইএসের টুপি তাহলে কে জানে? প্রশ্ন হাইকোর্টের।। লালমোহন বিডিনিউজ
দণ্ডিত আসামী মাথায় আইএসের টুপি তাহলে কে জানে? প্রশ্ন হাইকোর্টের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আইএসের চিহ্নযুক্ত টুপি আসামির মাথায় কিভাবে এলো এ বিষয়ে কারা কতৃপক্ষ ও পুলিশ জানে না- তাহলে কে জানে? প্রশ্ন হাইকোর্টের।
নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিসান মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন যুক্ত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ রবিবার আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?
প্রসঙ্গত, সাড়ে তিন বছর পর হোলি আর্টিজান মামলার রায়ের দিনে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা রিগ্যান এমন টুপি কোথায় পেলো, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আদালত থেকে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে রাজীব গান্ধীও এক পর্যায় সেই টুপি পরেছিলেন।
ওই টুপি কী কারাগার থেকে নিয়ে এসেছে, নাকি আদালতে আনার সময় বা আনার পর কোনোভাবে তারা সংগ্রহ করেছে, তা নিয়ে কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করে। কমিটি জানায় টুপি কারাগার থেকে সংগ্রহ করা হয়নি। তথ্য প্রমাণ বিশ্লেষণ করেই এটি নিশ্চিত হয়েছে বলে কারা অধিদপ্তরের তদন্ত কমিটি।