শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল লালমোহন আসছেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
আগামীকাল লালমোহন আসছেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : লালমোহন উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগ দিতে নিজ নির্বাচনী এলাকায় আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে এমভি ফারহান-৬ লঞ্চযোগে লালমোহনের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি। আগামীকাল সকালে মঙ্গলশিকদার লঞ্চঘাট এসে পৌঁছাবেন তিনি।
এদিকে সাংসদ শাওনের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে পুনরায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চেয়েও মিছিল করেছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর লালমোহন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।