
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » হাইকোর্টের সামনে গাড়ী ভাঙচুর বিএনপির ৪ নেতার আগাম জামিন।। লালমোহন বিডিনিউজ
হাইকোর্টের সামনে গাড়ী ভাঙচুর বিএনপির ৪ নেতার আগাম জামিন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গাড়ি ভাঙভুর এবং পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ চার নেতার আগাম জামিন।
হাইকোর্টের সামনে গাড়ী ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে উপস্থিত হয়ে আগাম জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এদিকে, রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তারের পর হাফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। এর আগে, সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটক থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং খায়রুল কবির খোকন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আপিল বিভাগের শুনানি কার্যক্রম দেখতে হাইকোর্টে গিয়েছিলেন। পরে, সেখান থেকেই তাদের আটক করা হয়।
গেল মঙ্গলবার বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে হঠাৎ করেই সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। পরে, সে ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২৮ নেতাসহ অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়