মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘রাজধানীর দুই সিটিদে নির্বাচনে জটিলতা নেই’।। লালমোহন বিডিনিউজ
‘রাজধানীর দুই সিটিদে নির্বাচনে জটিলতা নেই’।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আসছে জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট করার বিষয়ে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে কমিশন। তবে সম্প্রসারিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ভোট না করার জন্যে কমিশনে আবেদন এসেছে। মেয়াদপূর্ণ হয়নি এমন দাবি করে এসব ওয়ার্ডের কাউন্সিলররা চিঠি দিয়েছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, “কাউন্সিলরদের আবেদনের বিষয়টি কমিশনে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। তবে নির্বাচনের কোনো জটিলতা নেই। কখন ভোট হবে সে সিদ্ধান্ত দেবে কমিশন; এ জন্যে অপেক্ষা করতে হবে।”
গত ৩ নভেম্বর কমিশন সভা শেষে সচিব জানিয়েছিলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোট হতে পারে। নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে।