সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অস্থায়ী আমিরসহ রাজধানীতে জেএমবির ৩ সদস্য আটক।। লালমোহন বিডিনিউজ
অস্থায়ী আমিরসহ রাজধানীতে জেএমবির ৩ সদস্য আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জেএমবি’র অস্থায়ী আমিরসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র অস্থায়ী আমীরসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি।
রবিবার রাতে রাজধানীর ভাটারার সাইদনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আবু রায়হান মাহমুদ, মো. হাবিবুর রহমান ও রাজিবুর রহমান। এদের মধ্যে আবু রায়হানকে জেএমবির অস্থায়ী আমির বলে জানিয়েছে সিটিটিসি। তাদের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, কমান্ডো ছুরি, ২০টি জেল জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অস্থায়ী আমির আবু রায়হান ২০১০ সাল থেকে জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, সাম্প্রতিককালে তারা পার্বত্য এলাকায় জঙ্গি হামলার পরিকল্পনা নিয়ে একটি মাদ্রাসা স্থাপন করেছে। মাদ্রাসাটিকে তারা একটি ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলে জামাআতুল মুজাহিদীনকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিল।