সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: মজিদ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ৷
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে ৷ নিহত আ: মজিদ ওই এলাকার আঃ ওহাব মাঝির ছেলে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আঃ মজিদ এবং তার ছোট ভাই খোরশেদ গাছ কাটতে আসে ৷ এ সময় গাছের ডালে রশি বাধঁতে গেলে বিদ্যুতের তারের উপরে পরে এবং রশি পানিতে ভেজা থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হয়। গাছের নিচে থাকা তার ভাইয়ের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আ: মজিদ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।