সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মুজিববর্ষ কে স্মরণীয় করে রাখতে লালমোহনে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
মুজিববর্ষ কে স্মরণীয় করে রাখতে লালমোহনে বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ভোলার লালমোহনে “বঙ্গবন্ধু” সড়ক উদ্বোধন ও বৃক্ষ রোপণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নে “বঙ্গবন্ধু সড়ক” উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে সাংসদ শাওন বলেন, বাঙ্গালী জাতিকে দাসত্বমুক্ত করতে পাকিস্তানের কারাগার কে আপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন । এ মহান মানুষের জন্মশত বার্ষিকীকে স্মরণ ও ভবিষ্যত প্রজম্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে “বঙ্গবন্ধু সড়ক” নামকরণ করা হলো।
বদরপুর নুরুন্নবী চৌধুরী শাওন কলেজ থেকে কালমা ইউনিয়নের সীমানা পর্যন্ত সংযোগ সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়। পরে সড়কটির দুই পাশে ৪ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার প্রমুখ।