রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরকে সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরকে সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাওন বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার পক্ষে থাকে। লালমোহন পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্বরতদের নির্দেশ দিয়েছিলাম। মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এসময় শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রেখে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করায় লালমোহন পৌরবাসীকে শুভেচ্ছা জানান সাংসদ শাওন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, আঃ মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।