রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যা দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যা দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার বদৌলতে দেশের বৃহত্তম সেতু পদ্মা, কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মত অসংখ্য উন্নয়ন আজ দৃশ্যমান। এগুলো দেশের মানুষের জন্য শেখ হাসিনার অবদান।
রবিবার সকাল ১১টায় লালমোহন উত্তর বাজার ব্রিজ, কিচেন মার্কেট ভবন ও লালমোহন খালের উপর নির্মিত ব্রিজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সাংসদ শাওন বলেন, লালমোহন পৌরসভাটি ছিল অবহেলিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পৌর এলাকার তরুণদের বিনোদন ও বয়োজ্যাষ্ঠদের ব্যায়ামের জন্য সজীব ওয়াজেদ জয় নামে দৃষ্টিনন্দন ডিজিটাল পার্ক তৈরী করা হয়েছে। আজ প্রায় ১৩ কোটি টাকা ব্যায়ে দুটি ব্রিজ উদ্বোধন করা হয়েছে। এতে করে পৌর ৯নং ওয়ার্ডের সাথে সদর বাজারের সংযোগ তৈরী হয়েছে। এছাড়া বাজারের যত্রতত্র বসা হকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কিচেন মার্কেট তৈরী করা হয়েছে। আশা করি এতে করে এসকল খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে।
পরে সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক মিজানুর রহমান লিপু কে দেখতে তার বাসায় যান এবং তার চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান করেন সাংসদ শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার প্রমুখ।