শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মুক্তিযোদ্ধা সাদেক কারীর ঘরটি আজও রশিদিয়ে বাধা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মুক্তিযোদ্ধা সাদেক কারীর ঘরটি আজও রশিদিয়ে বাধা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় বুলবুল আঘাতে মুক্তিযোদ্ধা সাদেক কারীর ঘরটি ভেঙ্গেযায়। অর্থের অভাবে ঘরটি নির্মান করতে পরছেনা ওই মুক্তিযোদ্ধা সাদেক কারী। এখনো রশি দিয়ে বাধা অবস্থায় রয়েছে ভাঙ্গা ঘরটি। মুত্তিযোদ্ধা সাদেক কারী একজন গরিব ও অসহায় মাণুষ। মুক্তিযোদ্ধা সাদেক কারী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা , ঘূর্ণিঝড় বুলবুল এসে আমার ঘরটি ভেঙ্গেদেয়। আমি অসহায় একজন গরিব মাণুষ তাই আমার ঘরটি অর্থের অভাবে নির্মান করতে পারি নাই। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আমি একটি ঘর চাই। যাহাতে আমি আমার পরিবার নিয়ে বসবাস করতে পারি।