
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভিক্ষুকের সন্তান চুরি, চট্টগ্রামে আটক-২।। লালমোহন বিডিনিউজ
ভিক্ষুকের সন্তান চুরি, চট্টগ্রামে আটক-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আট মাস আগে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এক ভিক্ষুকের শিশু সন্তানকে চুরির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার ফটিকছড়ি ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন: সাতকানিয়ার জাফর সাদেক আফসার ও কুমিল্লার ইকবাল হোসেন।
শনিবার (২৩ নভেম্বর) সকালে, সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত মার্চে শিরীন আক্তার নামে এক ভিক্ষুককে খাওয়ার জন্য জুস কিনে দেয় প্রতারক চক্রের সদস্যরা। জুস খাওয়ার পর শিরীন অজ্ঞান হয়ে পড়লে, তার ২ মাস বয়সী শিশুটিকে নিয়ে পালিয়ে যায় তারা।
শুক্রবার প্রতারক চক্রের মূলহোতা জাফরকে আটকের পর তার দেয়া তথ্যে সালেহা বেগমকে আটক করে পুলিশ। পরে, সালেহার দেয়া তথ্যে ফটিকছড়ির এক প্রবাসীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ফটিকছড়ির প্রবাসীর কাছে শিশুটি এতিম বলে বিক্রি করে দিয়েছিলো প্রতারক চক্র।