শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানুষের সেবাই তাঁর ধর্ম।
শনিবার বেলা ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বাস্তবায়নে লালমোহন খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাংসদ শাওন বলেন, এ খালে লঞ্চ চলাচলে বিষœ ঘটায় লালমোহনের ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ভিষণ দূর্ভোগ পোহাতে হয়েছিল। এখন প্রায় ২০ কিঃ মিঃ খাল খনন কাজ করা হচ্ছে। আশা করি এ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে, সকলের দূর্ভোগ লাগব হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।