
রবিবার, ২৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দৌলতখানে নৌকা উদ্ধার করতে গিয়ে ১জেলে নিখোঁজ
ভোলায় দৌলতখানে নৌকা উদ্ধার করতে গিয়ে ১জেলে নিখোঁজ
লালমোহন বিডিনিউজ , দৌলতখান সংবাদদাতা : ভোলা জেলার দৌলতখান উপজেলায় উপজেলার ভবানীপুর এলাকায় মেঘনায় ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আজাদ (৩৫) নামে এক জেলে।
নিখোঁজ আজাদ চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, ভবানীপুর লঞ্চঘাটের পশ্চিম পাশে ঘাটে নিজের নৌকা নোঙর করে রেখে ছিলেন আজাদ। সকালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। দূর থেকে দেখতে পেয়ে তিনি ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করতে যান। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির লালমোহন নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।