শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর আওয়ামীলীগ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জসিম উদ্দিন ইকবাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌর আওয়ামীলীগ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জসিম উদ্দিন ইকবাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে চলছে পছন্দের যোগ্য প্রার্থী বাছাইয়ের আলোচনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী সমর্থকদের পছন্দের প্রার্থী হিসেবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন জসিম উদ্দিন ইকবাল।
পৌর ৩নং ওয়ার্ড এলাকার সম্ভ্রান্ত পরিবারের মন্তাজ উদ্দিন মাষ্টারের ছেলে জসিম উদ্দিন ইকবাল। তিনি ১৯৯১ সালে সরকারী শাহবাজপুর কলেজ ছাত্র ছাত্রী সংসদের ক্রীড়া সম্পাকের দায়িত্ব সফলতার সহিত পালন করার ফলে ১৯৯৯ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্ম দক্ষতার ফলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির একান্ত স্নেহভাজন ও আস্থা অর্জন করেন তিনি।
জসিম উদ্দিন ইকবালকে সাধারণ সম্পাদক পদে দেখতে চাওয়া কর্মীরা বলছেন, দলের দুর্দিন থেকে শুরু করে বিভিন্ন সময়ে সাধারণ কর্মীদের খোঁজ খবর নিয়ে তাদের হৃদয় জয় করেছেন তিনি। কর্মীবান্ধব জসিম উদ্দিন ইকবালকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হলে সু-সংগঠিত থাকবে সংগঠনটি, এমনটাই দাবি পৌর আওয়ামীলীগ কর্মীদের।