শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাম্রগ্রী তুলে দিলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাম্রগ্রী তুলে দিলেন সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লালমোহন উপজেলার চরউমেদ ও লর্ডহার্ডিঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার (২২ নভেম্বর) উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১১টার দিকে চরউমেদ ইউনিয়নের গজারিয়ায় ও সাড়ে ১২টার দিকে লর্ডহার্ডিঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের এক মাসের বেতন তুলে দেবেন বলে ঘোষণা দেন সাংসদ শাওন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত গজারিয়ার তিনটি পরিবারের প্রত্যেক কে আড়াই লক্ষ টাকা ব্যয়ে নতুন ঘর করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।