
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে দিনের ১৬ থেকে ১৭ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদরপুর দক্ষিণ (৩. ৬, ৭, ৮,৯) নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি ্এসব কথা বলেন।
সাংসদ শাওন বলেন, বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে লালমোহন-তজুমদ্দিন ছিলো সন্ত্রাসের জনপদ। তাদের আমলে এ এলাকায় উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ যাবতীয় উন্নয়নমূলক কাজ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করে সাংসদ শাওন বলেন, লালমোহন-তজুমদ্দিনে আমরা যে উন্নয়ন করেছি, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় আমি এলাকার উন্নয়নে কাজ করতে পেরেছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেই দেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছবে। বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বদরপুর ইউনিয়ন ( দঃ) আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির বিশ্বাস, বদরপুর ইউনিয়ন (দঃ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব হাওলাদার প্রমুখ
পরে লালমোহন থানা মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় যোগ দেন আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
উল্লেখ্য, আগামী ৩ডিসেম্বর লালমোহন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।