সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আয়কর মেলার উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আয়কর মেলার উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : “আয়করে প্রবৃদ্ধি, দেশ হবে সমৃদ্ধি” এ প্রতিপাদ্যে ভোলার বরিশাল কর অঞ্চল (লালমোহন সার্কেল) এর আয়োজনে ২দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহম্মেদ।
পরে উপজেলা পরিষদ হলরুমে মেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, চরফ্যাশন পৌরসভা মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, মোতালেব হোসেন, অতিরিক্ত কর কমিশনার লালমোহন সার্কেল।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে আয়কর প্রদান করা যাবে। মেলায় করদাতাদের জন্য টি আই এন রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলসহ ৮ টি সুবিধা পাবেন আয়কর দাতারা। মেলা শেষ হবে আগামী ১৯ নভেম্বর।