রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা লালমোহনে প্রথমদিনে অনুপস্থিত ৭৩১ পরীক্ষার্থী।। লালমোহন বিডিনিউজ
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা লালমোহনে প্রথমদিনে অনুপস্থিত ৭৩১ পরীক্ষার্থী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : সারাদেশের সাথে একযোগে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার প্রথমদিনে ভোলার লালমোহনে অনুপস্থিত ছিল ৭৩১ পরীক্ষার্থী। এ উপজেলায় এবার মোট পরীক্ষার্থী ৮৬১২ জন।
রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে সমাপনী পরীক্ষা। পরীক্ষা শেষ হবে আগামী ২৪ নভেম্বর।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আয়ুব আলী জানান, এ বছর লালমোহন উপজেলায় ১৩টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ৫৯০৩ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ২৭০৯ জন অংশগ্রহণ করার কথা।
তবে রবিবার সমাপনী পরীক্ষার প্রথমদিনে প্রাথমিকে অনুপস্থিত ২৭৭জন শিক্ষার্থী ও ইবতেদায়ীতে অনুপস্থিত ৪৫৪জন পরীক্ষার্থী।