
রবিবার, ২৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ছাত্রলীগের ভোট গ্রহণ চলছে: সভাপতি পদে ১২ ও সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী রয়েছে
ছাত্রলীগের ভোট গ্রহণ চলছে: সভাপতি পদে ১২ ও সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী রয়েছে
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা : ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ চলছে। প্রার্থীতা প্রত্যাহরের পর সভাপতি পদে ১২ ও সাধারণ সম্পাদক পদের জন্য ২৮ জন প্রার্থী রয়েছেন।
ছাত্রলীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন আজ রোববার সকাল ১১ টা থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এ ভোট গ্রহণের কাজ চলছে। তাদের মোট ১১০ টি ইউনিট রয়েছে। এর মধ্যে ১০১ টি ইউনিট দেশে এবং বিদেশে আছে ৯টি ইউনিট। প্রতিটি ইউনিটে ভোটার রয়েছে ২৫ জন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করছেন মিতুন কুণ্ডু, শেখ রাসেল ও মো্স্তাফিজুর রহমান মোস্তাক।
এছাড়া এখানে উপস্থিত আছেন জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, ইসহাক আলী খান পান্না ও যুবলীগ সভাপতি ওমর ফারুক।