রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরি: লালমোহন চোরচক্রের এক সদস্য আটক।। লালমোহন বিডিনিউজ
খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরি: লালমোহন চোরচক্রের এক সদস্য আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে রাতের আঁধারে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে ঘরের সবাইকে অচেতন করে চুরি সংগঠিত করা চোরচক্রের মো: জসিম (৩৫) নামের এক সদস্যকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শনিবার রাত নয় টায় পৌর ৫নং ওয়ার্ড সুগন্ধা রোড এলাকার বাসিন্দা লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারি অধ্যাপক গোলাম কিবরিয়ার বাসায় চুরির প্রস্তুতিকালে জসিমকে আটক করা হয়।
আটক জসিম ভোলা সদর উপজেলার শিবপুর ৪নং ওয়ার্ড এলাকার মৃত নজীর আহম্মদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে গোলাম কিবরিয়ার বাসার জানালার কাছে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল জসিম। পরে পাশের বাসার এক নারী তাকে দেখে ফেলে এবং তার পরিচয় জানতে চাইলে ওই মহিলাকে ধমক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জসিম। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে জসিমকে আটক করতে সক্ষম হন। এসময় জসিমের কাছ থেকে একটি টর্চ লাইচ, গ্যাস লাইট, ইনজেকশনের সিরিঞ্জ, ছোট টিউব কৌটা ও একটি বোতল উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা করা হচ্ছে ও বোতলগুলোতে নেশা জাতীয়দ্রব্য রয়েছে।
এদিকে চোরচক্রের সদস্য আটক হওয়ার ঘটনায় সহকারি অধ্যাপক গোলাম কিবরিয়ার স্ত্রী লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারহাদিবা আক্তার জানান, এ নিয়ে চতূর্থবারের মত তাঁর বাসায় চুরির ঘটনা ঘটে। গত ২০১৭সালেও তাঁর বাসায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরি সংগঠিত হয়। তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫হাজার টাকা চুরি হয়। নেশাদ্রব্য মিশানো খাবার খেয়ে তাঁর স্বামী ও দুই সন্তান তিনদিন অজ্ঞান ছিলেন। চোরচক্রের সদস্য আটক হওয়ার ঘটনায় তিনি বলেন, চোরকে ধরে আমরা আইনের কাছে সোপর্দ করি কিন্তু কিছুদিন পরে তারা বের হয়ে আবার তাদের পুরনো পেশায় ফিরে যায়। তাই এই অবস্থা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন,