শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » জেডিসি পরীক্ষার প্রশ্ন ফাঁস লালমোহনে ৩শিক্ষকের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
জেডিসি পরীক্ষার প্রশ্ন ফাঁস লালমোহনে ৩শিক্ষকের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে জেডিসি পরীক্ষার শেষদিনে ইংরেজি বিষয় প্রশ্ন ফাঁসের অভিযোগে মাওঃ মোঃ হেলালউদ্দিন নামের এক শিক্ষক ও রাসেল এবং এমরান হোসেন নামের দুই জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের অভিযোগে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়।
শিক্ষক মাওঃ মোঃ হেলালউদ্দিন উপজেলার চরভূতা বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার এবং বহিরাগত রাসেল (৩৫) চরভূতা ৭নং ওয়ার্ডের আঃ গনির ছেলে ও এমরান হোসেন (২৯) চরভূতা ৩নং ওয়ার্ডের মোসলেউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রশ্ন ফাঁসের গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে রাসেল ও এমরান হোসেনকে আটক করা হয়। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রের ভিতর থেকে পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক মাওঃ মোঃ হেলালউদ্দিন কে আটক করা হয়। পরে তাদেরকে এক মাসের কারাদ- দেন ইউএনও হাবিবুল হাসান রুমি।